পরীক্ষার ফলাফল কবিতা। A Poem on Exam Result.
পরীক্ষার ফলাফল
আজ আমার কি আনন্দ!
স্যার বলেছেন, পরীক্ষা হয়নি মন্দ,
শুনে আমি হারিয়ে ফেলেছি ছন্দ
আজ আমি যেন পরমানন্দ!
জেনেছিলাম পরীক্ষা হবে
ভেবেছিলাম পড়তে হবে
কারণ, পরীক্ষায় কিছু লিখতে হবে,
লেখার জন্য কিছু জানতে হবে।
কিন্তু, পরীক্ষা যে এমন হবে,
তা আমি ভেবেছিলাম কবে!
জানতাম না টপিক কি,
স্যার বলেছিলেন দুটি
ভাবছিলাম লিখতে পারবো কি!
কিন্তু, ফলাফল এমনটি
দারুন, তবে লিখেছিলাম উত্তর সব কটি!
যখন স্যার দিলেন প্রশ্ন
মনে পরছে, দেখছিলাম যেন দিবাস্বপ্ন!
কিন্তু, যখন শুরু করেছিলাম
সত্যি বলছি, মনে হচ্ছিল যেন
হাতে পেয়ে গেছি রত্ন!
আজ আমার কি আনন্দ,
স্যার বলেছেন পরীক্ষা হয়নি মন্দ!
পরুণ পূর্ববর্তী কবিতা (স্বাধীনতা)
Comments
Post a Comment